প্রতিনিধি 24 January 2025 , 6:59:49 প্রিন্ট সংস্করণ
নিজস্ব প্রতিবেদকঃ
বলিউড তারকা সাইফ আলী খানের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত শরিফুল ইসলামকে আরও পাঁচ দিন হেফাজতে পেয়েছে পুলিশ। আজ মুম্বাইয়ের একটি আদালত এই আদেশ দেন।
২৯ জানুয়ারি পর্যন্ত পুলিশের হেফাজতে থাকবেন শরিফুল। এর আগে পাঁচ দিন পুলিশের হেফাজতে ছিলেন তিনি। আজ হেফাজতের শেষ দিনে মেয়াদ আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে। গত সপ্তাহে বান্দ্রার বাসায় হামলার শিকার হন সাইফ আলী খান।
পুলিশের ভাষ্য, অভিযুক্ত প্রথম আটতলা পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠেছিলেন। এরপর ডাক্ট এরিয়া দিয়ে পাইপ বেয়ে উঠে ১৩ তলা পৌঁছে যান। এরপর বাথরুমের কাচ ভেঙে তৈমুর-জেহর বেডরুমে পৌঁছান সেই ব্যক্তি। অজ্ঞাতনামা ব্যক্তিকে দেখে ভয়ে চিৎকার করে ওঠেন সাইফ-কারিনার বাসার পরিচারিকা।