অন্যান্য

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু উদ্ধার: ৫ দালাল আটক

  প্রতিনিধি 29 December 2024 , 12:47:07 প্রিন্ট সংস্করণ

জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি

কক্সবাজার টেকনাফে উপজেলা উপকূলীয় এলাকা দিয়ে সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৫ দালালসহ ৬৬ জন নারী পুরুষ ও শিশুসহ ভিকটিমকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ৫ টি রাইফেলের গুলি ও দুইটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়।

২৯ ডিসেম্বর রবিবার ভোররাতে টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ভোররাতে গোপন সংবাদে জানতে পারি একদল পাচারকারী চক্রের সদস্যরা টেকনাফের বাহারছড়া কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় সাগরপথে মালয়েশিয়া পাচারের জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদে থানা পুলিশের একটি দল কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে পাচারকারীদের আস্তানা থেকে রোহিঙ্গা ও বাংলাদেশি ৭১ জন নারী পুরুষ ও শিশু উদ্ধার করা হয়। তার মধ্যে ৫ দালালকে আটক করা হয়।

তিনি বলেন, পাচারকারী চক্রের আস্তানা থেকে ৫ রাউন্ড রাইফেলের গুলি ও দুটি দেশীয় তৈরি রামদা উদ্ধার করা হয়। উদ্ধার ভিকটিম ও দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ধার ভিকটিমরা বলেন, কাজের সুবাদে টেকনাফে আসলে এবং গাড়িযুগে বিভিন্ন জায়গায় যাওয়া হলে অপহরণচক্র একটি দল বিভিন্ন স্থান থেকে জোরপূর্বক অপহরণ করে পাচারকারীদের আস্তানা নিয়ে যায়। পরবর্তীতে মোটা অংকের বিনিময় তাদের মালয়েশিয়া পাচার করবে বলে হুমকি প্রদান করেন। টাকা না দিলে অমানবিক নির্যাতন শুরু করেন।

শাহপরীরদ্বীপের বাসিন্দার বলেন, কাজের সুবাদে টেকনাফে আসা হয়। টেকনাফ সদর ডেইল পাড়া এলাকা থেকে একদল লোক সিএনজি করে অপহরণ করে কচ্ছপিয়া পাহাড়ি এলাকায় নিয়ে যায়। তাদের আস্তানা থেকে পালিয়ে আসার সময় স্থানীয়রা ধরে পাচারকারীদের হাতে তুলে দেয়। সেখানে দা দিয়ে মারধর করে দুইদিন পর্যন্ত প্রস্রাব বন্ধ হয়ে যায়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ