মহেশখালী উপজেলার কুলালপাড়ার কিছু জেলে সাগরে কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতল মদ ভেবে খেয়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়াও কক্সবাজার সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে আরো ৮/৯ জন চিকিৎসাধীন রয়েছে।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের কুলাল পাড়ার কিছু জেলে সাগরে মাছ ধরতে গিয়ে একটি তরল পদার্থ ভর্তি বোতল কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতলটি বৃহস্পতিবার রাতে আনন্দঘন আয়োজনে ১০/১২ জনে মদ(মাদক) ভেবে পান করেন। এতে করে মীর আহমেদ নামে একজনের খুবই মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে।
ভুক্তভোগী স্বজনদের থেকে জানা যায়, উক্ত উপজেলার কুলাল পাড়ার "সমদ" নামে এক জেলে গত বুধবার সাগরে মাছ ধরতে গিয়ে একটি তরল পদার্থ ভর্তি বোতল কুড়িয়ে পায়। কুড়িয়ে পাওয়া তরল পদার্থ ভর্তি বোতলটি বিদেশি মদ ভেবে ১০/১২ জন বন্ধু বৃহস্পতিবার রাতে তারা পান করেন। রাতে প্রত্যেকে বাড়ী চলে গেলেও সকালে মীর আহমেদ নামে একজনের মৃত্যুর খবর শুনতে পায়। এছাড়াও আবু সুলতান, শহীদুল্লাহ, হাফিজুল্লাহ সহ অনেকেই বিভিন্ন হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছে।
কক্সবাজার জেলা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, শহীদুল্লাহ সহ ৩জন আইসিও'তে রয়েছে, আবু সুলতানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। হাফিজুল্লাহ সহ অনেকেই চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসাধীন হাফিজুল্লাহ'র ছোট ভাই করিম উল্লাহ বলেন- ভাইয়ের এই অবস্থা দেখে তারা হতবাক হয়ে গেছে। এখন তার ভাইকে বাঁচাতে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।