প্রতিনিধি 23 August 2025 , 5:48:37 প্রিন্ট সংস্করণ
সাতকানিয়া উপজেলা প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ১৭ ইউনিয়নের অধিকাংশ সরকারি প্রাথমিক বিদ্যালয় গুলোতে প্রধান শিক্ষক সংকটে লেখাপড়ার মান উন্নয়ন,বিদ্যালয়ের শৃঙ্খলা ভঙ্গ ও নিরাপত্তা হীন তায় ভুগছে ছাত্র ছাত্রীদের অভিভাবক গন।
সরকারের অধিকতর উন্নয়ন ভবন খেলার সামগ্রী প্রদানের পরও সেগুলো নষ্ট হতে বসেছে নির্ধারিত বিদ্যালয় পরিচালনা কমিটি ও শূন্যস্থান অপূরনীয় প্রধান শিক্ষকের কারণে।
এ-ই বিষয়ে এলাকাবাসী ও অভিভাবক গনের সাথে কথা বলে জানা যায় কোনোমতে ঢিলেঢালা ভাবে চালু রয়েছে পড়ালেখা কোনো নিয়মকানুনের তোয়াক্কা নেই কারো,সরকারের উচিৎ অতিদ্রুত প্রধান শিক্ষক নিয়োগ ও পরিচালনা কমিটি বাধ্যতা মুলুক করে বিদ্যালয়ের সুষ্ঠু সুন্দর পরিবেশ ফিরিয়ে নিয়ে আসা।
ছোট ছোট কোমলমতি শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ হলেও করোনা কালীল বিদ্যালয় বন্ধ এবং সরকার পরিবর্তনের কারণে লেখাপড়া পুরোপুরি ধঃসের পথে, অনতিবিলম্বে সাতকানিয়া উপজেলা প্রশাসনের শিক্ষা অফিসার,ইউ এন ও মহোদয়ের সুদৃষ্টি কামনা করে অভিভাবক গন, যেহেতু সামনে বার্ষিক ফাইনাল পরিক্ষা তাই গোয়াজর পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সহ সাতকানিয়ার সকল বিদ্যালয়ের শূন্যপদের প্রধান শিক্ষকের শূনস্থান পুরন ও পরিচালনা কমিটি গঠনের অনুমতি আদেশ দেওয়া হোক।