অন্যান্য

সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় দরগাপুর ইউনিয়নের দক্ষিণ দরগাপুর গ্ৰামে মিললো গলা কাটা লাশ।

  প্রতিনিধি 11 October 2024 , 7:19:24 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন সানা

পাইকগাছা প্রতিনিধি

সাতক্ষীরায় আশাশুনি উপজেলায় দরগাপুর ইউনিয়নের দক্ষিণ দরগাপুর গ্ৰামের মোবারেক গাজীর স্ত্রীর গলা কাটা অবস্থায় পুকুর পাড়ে খড়ের গাদার পাশে পাওয়া যাই।

ভিকটিম:- কমলা বেগম (৫৫) স্বামী: মোবারক গাজী (৬০) ভিকটিমের ছেলে দুইটা:- বড় ছেলে ওলী গাজী ( ২৫), ছোট ছেলে ফয়জুল্লাহ ( ২০) গ্ৰাম দক্ষিণ দরগাপুর, আশাশুনিত সাতক্ষীরা।

ভিকটিম স্বামী মোবারকের গাজী বলেন,ভোরে ঘেরে যাওয়ার আগে ভিকটিমকে ফরজের নামাজের জন্য ডেকে দেয়। তখন ভিকটিম উঠে বাড়ির পিছনে পুকুরে পাশে বাথরুমে যান। সেখান থেকে আসতে দেরি হলে তার পরিবারের মেজে বউমা তাকে ডাকতে যায়। তখন গিয়ে দেখে বাড়ির পিছনে খড়ের গাদার পাশে গলা ঘাটা অবস্থায় সেখানে পড়ে আছেন।

ভিকটিমের স্বামী কাউকে সন্দেহ করেন কি না জানতে চাইলে তিনি বলেন সন্দেহ করার মতো কেউ নেই।

এলাকার জনমুখে জানা যায়, ভিকটিম দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে আছে। অসুস্থ থাকা অবস্থায় আগেও দুই বার আত্মহত্যা করার চেষ্টা করেছিলো।

থানার ওসি মুনজুলুর ইসলাম জানান, এই ঘটনার সঠিক তদন্ত করে। যদি এই ঘটনার সাথে কেউ জড়িত তাহলে তাকে গ্ৰেফতার করে সঠিক করা হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ