প্রতিনিধি 20 November 2024 , 7:27:00 প্রিন্ট সংস্করণ
মোঃ দেলোয়ার হোসেন
সাতক্ষীরা তালা উপজেলার ধানদিয়ায় মঙ্গলবার ১৯ নভেম্বর রাস্তা সংস্কার উদ্বোধন করেন তালা উপজেলার এসিল্যান্ড আব্দুল্লাহ আল-আমিন ও ধানদিয়া ইউপির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। তালা উপজেলার মানিকহার গ্রামের আহলেহাদিস জামে মসজিদের সামনে থেকে ওমরপুর পর্যন্ত ১২০০ মিটার রাস্তা বহুদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিকল্প কোনো সড়ক না থাকায় কাদা-পানি দিয়েই গ্রামবাসীকে চলাচল করতে হতো। দূর্ভোগে ছিল হাজারো পথচারী। এ অবস্থায় স্থানীয় আরিফুর রহমান বেলাল প্রধান উদ্যোগকারীসহ ইঞ্জিনিয়ার রাফিজুল ইসলাম, মোহাম্মেল হোসেন, শাহিদুল ইসলাম, এমদাদ হোসেনের উদ্যোগে গ্রামবাসী মিলে রাস্তা সংস্কারের কাজে নেমে পড়েন।
রাস্তা সংস্কারে সার্বিক তত্বাবধায়নে আছেন ধানদিয়া ইউপির চেয়াম্যান জাহাঙ্গীর আলম। মানিকহার ও ওমরপুর এলাবাসীর যৌথ উদ্দোগে রাস্তা সংস্কার কাজ চলমান।
স্থানীয় সূত্রে জানা গেছে এই রাস্তা ধরে শত শত মানুষের নিয়মিত চলাচল করতে হয়। অথচ গুরুত্বপূর্ণ রাস্তাটি সংস্কারের জন্য কোনো সরকারি উদ্যোগ ছিল না। স্থানীয় জনপ্রতিনিধিরাও এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেওয়ায় এলাকাবাসীরা নিজেই সড়ক সংস্কারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।
প্রধান উদ্যোগকারী আরিফুর রহমান বেলাল জানান সরকারি অনুদান বা কারও অপেক্ষায় না থেকে আমরা নিজেরাই রাস্তা মেরামতের কাজ শুরু করেছি। আমরা কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি সরকারি অনুদান পেলে এবং আমাদের সকলের প্রচেষ্টায় এই মহতি উদ্দোগ সফল হবে।শত শত মানুষের চলাচলের পথ সুগম হবে ইনশাআল্লাহ।রাস্তাটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ব্যবস্থা নেয়া দরকার।
এ বিষয়ে স্থানীয় ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন মানিকহার গ্রামের আহলেহাদিস জামে মসজিদের সামনে থেকে ওমরপুর পর্যন্ত রাস্তাটি পাকা করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। এলাকাবাসীর এই মহতি উদ্দোগে তাদের পাশে আমি সবসময় আছি।
উদ্বোধনে এসময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আ ন ম সাইফুল্লাহ, গড়েরডাঙ্গা ইউপি সাবেক মেম্বর বাবলু হোসেন, আলম সরদার, তারিকুর রহমান নয়ন, রাশেদ হোসেন, তারিফুর রহমান তুষ্ট, লেওয়াকত আলী, আ: মান্নান, মিজানুর রহমান সহ প্রমুখ।