অন্যান্য

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে ভারী বর্ষণ,প্লাবিত হাজার হেক্টর ঘের

  প্রতিনিধি 25 October 2024 , 1:05:09 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন আলম :

মাহাফুজুর রহমান

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় দানার প্রভাবে তেমন কোনো ক্ষতি না হলেও ভারী বর্ষণে তলিয়ে গেছে শতাধিক ঘের। নিঃস্ব হয়ে গেছেন অনেক ঘেরচাষি।

এর আগে সাতক্ষীরায় সপ্তাহ দুয়েক আগের অতি বর্ষণে পাঁচ হাজার হেক্টর জমির ঘের ডুবে যায়। এতে ক্ষতি হয়েছিল ৬০ কোটি টাকার মাছ। পরে পানি শুকাতে না শুকাতে আবারও দানার প্রভাবে ভারী বর্ষণে ডুবে গেছে আরও এক হাজার হেক্টর জমির ঘের। এতে কমপক্ষে ১০ কোটি টাকার ক্ষতি হয়েছে। আবারও নিঃস্ব হয়েছেন শতাধিক চাষি।

এ বিষয়ে আশাশুনি উপজেলার শ্রীউলা এলাকার ঘেরচাষি রাহিনুর রহমান বলেন, ‘এলাকার মধ্যে আমার ঘেরসহ বেশ কয়েকটা ঘের জেগে ছিল। কিন্তু দানার প্রভাবে বৃষ্টিতে সব কটা ঘের তলিয়ে গেছে। এতে আমার পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

সাতক্ষীরা জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল ইসলাম বলেন, দানার প্রভাবে সাতক্ষীরা জেলাজুড়ে যে বৃষ্টিপাত হয়েছে, এতে নতুন করে এক হাজার হেক্টরের মতো জমির ঘের প্লাবিত হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ