মোঃ দেলোয়ার হোসেন ক্রাইম রিপোর্টার:
সাতক্ষীরা সদরে মাছের ঘেরের এক কর্মচারীর লাশ উদ্ধার হয়েছে। শনিবার (৮ মার্চ) সকালে সদর উপজেলার গোপীনাথপুর শ্মশান এলাকায় উদ্ধার হওয়া ব্যক্তির নাম আব্দুর রহমান গাজী (৫২)। তিনি সদরের তালতলা গ্রামের মৃত বাবর আলী গাজীর ছেলে।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে , আব্দুর রহমান জনৈক অহিদের ঘেরের পাহারাদার ছিলেন। রাতে আব্দুর রহমান ঘেরে যান। সকালে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অহিদের ঘেরের পাশে আইয়ুব আলীর ঘেরের ধানক্ষেত হতে তার লাশ উদ্ধার করে পুলিশ।
সাগর নামে এক প্রতিবেশী জানান এটা একটি পরিকল্পিত হত্যা। সেটা না হলেও অন্যজনের ঘেরে তার লাশ কেন পাওয়া যাবে?
সুমন নামে আরেক প্রতিবেশী জানান আব্দুর রহমান কখনোই প্রচন্ড শীতের মাঝেও মাফলার, মানকি টুপি ব্যবহার করেন না। তাহলে মানকি টুপি পরা অবস্থায় তার লাশ কেন পাওয়া গেল এটা নিঃসন্দেহে একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সাতক্ষীরা সদর থানার ওসি শামিনুল হক জানান, চুরি প্রতিরোধে ধানক্ষেতসহ ঘেরের চারদিকে বিদ্যুতের তার জড়িয়ে রাখা আছে। বিদ্যুৎস্পর্শে আব্দুর রহমানের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর মূল রহস্য উদঘাটন হবে। এঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।