অন্যান্য

সাতক্ষীরায় জমি নিয়ে বিরোধ, বড় ভাইদের হাতে ছোট ভাই খুন

  প্রতিনিধি 24 March 2025 , 9:49:38 প্রিন্ট সংস্করণ

 

এবিএম কাইয়ুম রাজ , (সাতক্ষীরা) 

সাতক্ষীরার শ্যামনগরে জমি সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইদের হাতে প্রতিবন্ধী ছোট ভাই খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

 

রবিবার (২৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার পদ্মাপুকুর ইউনিয়নের পাখিমারা খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাদের মোড়ল (৬৫) ওই এলাকার মৃত খতিব আলী মোড়লের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। অভিযুক্তরা হলেন মোশারফ মোড়ল, অহেদ মোড়ল, রফিকুল মোড়ল, ভাইপো রবিউল ইসলাম ও হাবিবুর রহমান।

 

স্থানীয়রা জানান, বসতভিটা নিয়ে কাদের মোড়ল ও তার ভাইদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন কথা-কাটাকাটির একপর্যায়ে কাদের মোড়লকে ঘাড়ে, পেটে ও বুকে আঘাত করা হয়। অচেতন অবস্থায় তাকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের স্ত্রী মাকসুদা বিবি বলেন, “আমার স্বামীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে।” তার ছেলে তৈবুর রহমান জানান, জমি নিয়ে বিরোধের জেরে তার বাবাকে মারধর করা হয়। তিনি দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।

 

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। শ্যামনগর থানার ওসি হুমায়ুন কবির মোল্যা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি

এবিএম কাইয়ুম রাজ

শ্যামনগর,সাতক্ষীরা

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ