অন্যান্য

সাতক্ষীরায় টিআরসি পদে নিয়োগ প্রাপ্তদের ব্রিফিং

  প্রতিনিধি 15 February 2025 , 2:38:38 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা:
সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত।

১৫ ফেব্রুয়ারি শনিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স ড্রিলশেডে।
বাংলাদেশ পুলিশে সাতক্ষীরা জেলা হতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ প্রাপ্তদের ট্রেনিং সেন্টারে যাওয়ার প্রাক্কালে ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম ।

পুলিশ সুপার তাঁর সকলের উদ্দেশ্যে বলেন, আমরা সাতক্ষীরা জেলাবাসীকে কথা দিয়েছিলাম একটি স্বচ্ছ ও সুন্দর নিয়োগ উপহার দেওয়ার, আমরা আমাদের কথা রেখেছি। বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা-২০২৪ এর সাতক্ষীরা জেলায় যারা নির্বাচিত হয়েছে তারা সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছে।
তিনি আরও বলেন, যে বাহিনীতে আপনারা যোগদান করতে যাচ্ছেন সেই বাহিনীর রয়েছে এক গৌরব উজ্জ্বল ইতিহাস। অসংখ্য পুলিশ সদস্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে দেশ মাতৃকার তরে জীবন উৎসর্গ করেছেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আপনারাও এই গৌরব উজ্জ্বল ইতিহাসের অংশীদার হবেন। আপনাদের কর্তব্য জনগণকে সেবা করা, জনগণকে ভালোবাসা, দুর্দিনে জনগণকে সাহায্য করা। আপনাদেরকেই হতে হবে স্মার্ট বাংলাদেশের ‘স্মার্ট পুলিশ’।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ