অন্যান্য

সাতক্ষীরায় বাংলাদেশ পুলিশের (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত

  প্রতিনিধি 17 November 2024 , 3:17:30 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন জেলা ক্রাইম রিপোর্টারঃ

সাতক্ষীরায় ১৭ নভেম্বর ২০২৪ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় অত্যন্ত মনোরম পরিবেশে সাতক্ষীরা সরকারি কলেজ কেন্দ্রে “সেবার ব্রতে চাকরি” এই শ্লোগানে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষা-২০২৪ উপলক্ষে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২৯ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ হতে সাতক্ষীরা জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে সম্পূর্ণ মেধা, যোগ্যতা, সৎ, সাহসী এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহন করতে সক্ষম ও অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে লোক নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

 

 

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা হতে প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মারুফা ইয়াসমিন, পুলিশ সুপার নৌ পুলিশ, ঢাকা, জনাব তৌহি উদ দৌলা রুপম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যানালাইসিস), পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা। এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ আসাদুজ্জামান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) বাগেরহাট জেলা, জনাব নূর-ই- আলম সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), যশোর জেলা ডাঃ আবু হোসেন মেডিকেল অফিসার পুলিশ লাইন্স হাসপাতাল সাতক্ষীরা, ডাঃ ইসমত জাহান সুমনা মেডিকেল অফিসার সিভিল সার্জন অফিস সাতক্ষীরা এবং সাতক্ষীরা জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

 

উক্ত পরীক্ষায় সাতক্ষীরা নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশের অভিভাবক সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম মহোদয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ