প্রতিনিধি 19 February 2025 , 3:38:19 প্রিন্ট সংস্করণ
মোঃ দেলোয়ার হোসেন
সাতক্ষীরায় সকল আদালত অনির্দিষ্টকালের জন্য বর্জনের ঘোষণা দেওয়ার দীর্ঘ ৩৪দিন অতিবাহিত হলেও কার্যকর কোন পদক্ষেপ না নেওয়ায় বিচার প্রার্থী সাধারণ মানুষের বেশ ভোগান্তিসহ বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। অপরদিকে, দাবী না মানা পর্যন্ত ডিসি কোট বর্জন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি।
প্রসঙ্গত, গত ১৫জানুয়ারি জেলা আইনজীবী সমিতির ২নং ভবনের নিচতলায় অনুষ্ঠিত সাধারণ সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৬ জানুয়ারি থেকে জেলা প্রশাসক কার্যালয়ের সকল আদালত বর্জন শুরু হওয়ার পর দীর্ঘ ৩৪ দিন অতিবাহিত হলেও এখনো পর্যন্ত কোন পদক্ষেপ না নেওয়ায় সংশ্লিষ্ট আদালত বর্জন কর্মসুচী অব্যাহত আছে। এতে করে বিচারপ্রার্থীরা পড়েছেন চরম ভোগান্তিতে।
সূত্র মতে, দীর্ঘদিন যাবৎ সাতক্ষীরা আইনজীবী সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির পক্ষ থেকে সিনিয়র আইনজীবী, সমিতির উপদেষ্টা পরিষদের সদস্য ও নির্বাচিত কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বৈঠক করেন। দীর্ঘ বৈঠকে সাতক্ষীরা জেলা প্রশাসক আইনজীবী সমিতির ব্লু শীট ব্যবহারের বিষয়ে কোন সিদ্ধান্ত না হওয়ায় এই কঠিন সিদ্ধান্ত নেয় আইনজীবী সমিতি। এবিষয়ে সাতক্ষীরা আইনজীবী সমিতির সভাপতি এম শাহ আলম জানান- সমিতির সাধারণ সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আমাদের সমিতির নির্দিষ্ট ব্লু শীট ব্যবহারের জন্য সাতক্ষীরা জেলা প্রশাসকের সকল আদালত ১৬ জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বর্জনের সিদ্ধান্ত গ্রহণ করার পর এখনো অব্যাহত আছে। তবে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ১০টাকা মূল্যমানের একটা গোল টিকিট/স্টিকার সংযুক্ত করার শর্তে হলুদ রংয়ের ডেমি পেপার ব্যবহার করার সম্মতি জানানো হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে সাড়া না দেওয়ায় আদালত বর্জন অব্যাহত আছে এবং দাবি না মানা পর্যন্ত চলবে বলে জানিয়েছেন তিনি।