সাতক্ষীরায় শনিবার বেলা ১১টায় সাতক্ষীরায় নিউ মার্কেট মোড়ে সাতক্ষীরা সার্ভিস সেন্টারের আকিজ তাকাফুল লাইফ ইনস্যুরেন্স পিএলসির আয়োজনে সুধী সমাবেশ ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত সুধী সমাবেশ ও মৃত্যু দাবীর চেক হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানীর সাতক্ষীরার ইভিপি(সেলস এন্ড মার্কেটিং) মোঃ বদিউজ্জামান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীর মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলমগীর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবু ইউসুফ, এএমডি (সেলস এন্ড মার্কেটিং) মহিউল ইসলাম। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা-কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় প্রধান অতিথি বলেন, বাংলাদেশে ইনস্যুরেন্স কোম্পানী গুলোর উপর মানুষের আস্থার অভাব। সেই আস্থা ফেরাতে আকিজ ইনস্যুরেন্স সব সময় কাজ করে যাবে। সেই মানসিকতা রেখেই আমরা কাজ করে যাচ্ছি। এই কাজে যেন আমরা সফল হতে পারি সে জন্য আপনাদের সহযোগিতা ও দোয়া কামনা করছি।
পরে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ইয়ানুর রহমানের নমিনী স্ত্রী মোছাঃ আসমা বেগমের নিকট মৃত্যু দাবীর ৫ লক্ষ টাকার চেক তুলে দেন অতিথিবৃন্দ।