অন্যান্য

সাতক্ষীরায় ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

  প্রতিনিধি 29 December 2024 , 2:48:36 প্রিন্ট সংস্করণ

 

 

মো: দেলোয়ার হোসেন সাতক্ষীরাঃ

 

সাতক্ষীরায় মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর উপজেলার ১০নং আগরদাঁড়ি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে আন্ত ইউনিয়ন ৮ দলীয় নক আউট ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনাল খোলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) বিকাল ৪টায় সাতক্ষীরা সদরের বাবুলিয়া হাই স্কুল ফুটবল মাঠে ৯নং ওয়ার্ড (বালিয়াডাঙ্গা,বাবুলিয়া) বনাম ৪নং ওয়ার্ড (চুপড়িয়া) এর মধ্যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়।

 

আগরদাঁড়ি ইউনিয়ন যুব জামায়াতের সভাপতি মাও. নূরুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা যুব জামায়াতের সভাপতি প্রভাষক ওমর ফারুক। বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোশাররফ হোসেন, উপজেলা কর্মপরিষদ সদস্য আনিছুর রহমান, ইদ্রীস আলম, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি মোঃ আল মামুন, ইউনিয়ন আমীর মাওলানা শেখ মনিরুজ্জামান যুব বিভাগের উপজেলা সভাপতি মাওলানা রবিউল ইসলাম, সেক্রেটারি আশরাফুল আলম বুলু, ১০ নং আগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কবির হোসেন মিলন, আগরদাঁড়ি ইউনিয়ন যুব জামাতের সেক্রেটারি মেহেদী হাসান প্রমুখ।

আগরদাঁড়ি ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের ক্রীড়া সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পির মাঠ পরিচালনায় ফাইনাল খেলায় (চুপড়িয়া) ৪নং ওয়ার্ডকে হারিয়ে (বালিয়াডাঙ্গা,বাবুলিয়া) ৯নং ওয়ার্ড চাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ