খেলার খবর

সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত 

  প্রতিনিধি 25 January 2025 , 4:11:12 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা:

 

“সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার ধুলিহরে প্রীতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৫ ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ – জানুয়ারি) সকাল ৯:৩০ টার সময় এই টুর্নামেন্টের উদ্বোধন করেন, ৮ নং ইউনিয়ান জামায়াতে ইসলামীর আমির আব্দুস সালাম।

 

ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ৮ দলীয় নক আউট পর্বের এ খেলায় অংশগ্রহণ করেন, ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ব্যতীত বাকি ৮ টি ওয়ার্ড।

 

টুর্নামেন্টে প্রতি ম্যাচ ৬ ওভার করে খেলা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে ফাইনাল খেলার গৌরব অর্জন করেন ১ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ জিয়ালা, বাগডাঙা, বড়দল ও দামারপোতা গ্রাম এবং ৯ নং ওয়ার্ড যুব একাদশ চাঁদপুর গ্রাম।

গৌরবময় চ্যাম্পিয়ন ট্রফি অর্জনের সৌভাগ্য লাভ করে ৯ নং ওয়ার্ড যুব একাদশ অর্থাৎ চাঁদপুর।টসে জিতে ব্যাট করতে নেমে ৯ নং ওয়ার্ড চাঁদপুর নির্ধারিত ৬ ওভারে ১০৫ রান করে। জবাবে ব্যাট করতে নেমে ১ নং ওয়ার্ড মাত্র ৫৭ রান করে।

 

টুর্নামেন্ট সেরা খেলোয়ার নির্বাচিত হন চাঁদপুরের হামিদুর রহমান ফয়েজ।

 

আব্দুল করিমের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সহকারি সেক্রেটারি প্রভাষক ওমর ফারুক, ইউনিট সদস্য মাওলানা মোহাম্মদ আলী হাবিবী,সদর উপজেলার নায়েবে আমির মাস্টার হাবিবুর রহমান,উপজেলা সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুস সবুর,সদর যুববিভাগের আমির মাওলানা রবিউল ইসলাম,সেক্রেটারি আশরাফুল আলম বুলু,জেলা মাজলিসুল মোফাসসিরিনের সভাপতি মাওলানা মনিরুল ইসলাম বিলালী,হযরত আবু বক্কর সিদ্দিক (রা:) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা ওসমান গনি, ৮নং ধুলিহর ইউনিয়ানের সাবেক চেয়ারম্যান মাস্টার আশরাফুজ্জামান খোকন,ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,সিটি কলেজের সহকারী অধ্যাপক শেখ ওয়াদুদ, ধুলিহর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপক কুমার মল্লিক, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি আবু তাহের, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম সহ প্রতিটি ওয়ার্ডের যুব বিভাগের নেতা-কর্মীরা।

 

মোট ৭ ম্যাচের এ খেলায় মাঠ পরিচালনার দায়িত্ব পালন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত আম্পায়ার ওয়াহেদুজ্জামান শামীম সানা এবং ফজলুল করিম।

 

সমুগ্র খেলায় ধারাভাষ্য প্রদান করেন মোঃ শামীম হোসেন

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ