প্রতিনিধি 6 October 2024 , 6:47:37 প্রিন্ট সংস্করণ
সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর বাজারে ৫ অক্টোবর দিবাগত রাতে অজ্ঞাতনামা চোরেরা মৃত চন্ডীদের ছেলে কার্তিক চন্দ্রদের নিউ দে জুয়েলার্স ও সু মঙ্গল দেবনাথের সাইকেল মেকানিকের দোকানের টিনের চাল কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত করে।
নিউ দে জুয়েলার্সের লকার ভেঙে ৩ ভরি সোনা, ৫ ভরি রুপা অলঙ্কার ও ১৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। একই সাথে পাশের দোকান সু মঙ্গলের দোকান থেকে ১৯ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইসমাইল হোসেন ও ব্রহ্মরাজপুর বনিক সমিতির আহ্বায়ক কমিটি সদস্য প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ, সাহাদাত হোসেন বাবু, মুস্তাক আহমেদ , সুবীর সাহা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।