অন্যান্য

সাতক্ষীরার ভারতীয় ৭৩ বোতল মদ ও ভারতীয় নাগরিকসহ গ্রেফতার ৫

  প্রতিনিধি 31 December 2024 , 1:45:08 প্রিন্ট সংস্করণ

 

মো: দেলোয়ার হোসেন স্টাফ রির্পোটারঃ

 

সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে ৭৩ বোতল ভারতীয় মদসহ পাঁচজনকে গ্রেফতার করে । এদের মধ্যে একজন ভারতীয় নাগরিক গ্রেফতার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কলারোয়া পৌর এলাকার সাতক্ষীরা-যশোর মহাসড়কের যুগিবাড়ি মোড় থেকে এসব মদ আটক করা হয়। পুলিশ জানায় কলারোয়া থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনাকালে একটি ইজিবাইক থামিয়ে তল্লাশি করে ওই ইজিবাইক থেকে ৭৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। এছাড়া মাদক চোরাচালানে জড়িত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং ইজিবাইকটিও জব্দ করা হয়েছে। মাদক চোরাচালানে গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার কোতয়ালী থানার ঘুরুলিয়া তরফ নওয়াপাড়ার মৃত সূর্যকান্ত দাসের ছেলে ভীম দাস, পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার ভিকাখালী গ্রামের ভাগেশ্বর চন্দ্র ঢালীর ছেলে পলাশ চন্দ্র ঢালী, বরগুনা জেলার তালতলি থানার পঁচাকোড়ালিয়া কড়ইতলা গ্রামের সন্তোষ গোমস্তার ছেলে সৌরভ গোমস্তা, সাতক্ষীরার কলারোয়া থানার বাকসা তাতিপাড়া গ্রামের মো. গোলাম হোসেনের ছেলে মো. রাজু আহম্মেদ ও ভারতের উত্তরচব্বিশ পরগোনা জেলার গাইঘাটা থানার ঢাকুরিয়া গ্রামের মৃত যতীন দাসের ছেলে দীলিপ দাস। মঙ্গলবার বিকেলে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মোঃ সামসুল আরেফিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ