অন্যান্য

সাতক্ষীরার শ্যামনগরের ভামিয়া-পোড়াকাটলায় চিংড়িঘের থেকে অবৈধভাবে উত্তোলন

  প্রতিনিধি 17 November 2024 , 8:54:26 প্রিন্ট সংস্করণ

মো: ইয়াছিন আলম :

সাতক্ষীরার শ্যামনগরের ভামিয়া-পোড়াকাটলায় চিংড়িঘের থেকে অবৈধভাবে ভূগর্ভস্থ বালু তোলা হচ্ছে। গ্রামবাসীর অভিযোগ, রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগে স্থানীয় প্রভাবশালী আবিয়ার রহমান গাজী, মহব্বত আলী মোল্লা ও জিন্নাত আলী মোল্লা সম্মিলিতভাবে গত শুক্রবার থেকে বালু উত্তোলন করছেন। বালু তোলায় আপত্তি করলে হত্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, কেউ বালু উত্তোলনের ছবি তোলার চেষ্টা করলে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হচ্ছে।

সিন্ডিকেটের নেতৃত্বে থাকা বুড়িগোয়ালিনীর ৯নং ওয়ার্ড যুবদল নেতা আবিয়ার রহমান গাজী উপজেলা জামায়াতে ইসলামীর প্রভাবশালী নেতা বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলামের ভাগ্নে।

পোড়াকাটলা গ্রামের বাসিন্দা সুধাংশু মণ্ডল বলেন, ‘গত শুক্রবার সকাল থেকে দুটি মেশিন ব্যবহার করে পোড়াকাটলা দিপায়ন মাধ্যমিক বিদ্যালয়ের পেছনের চিংড়িঘের থেকে বালু তোলা শুরু হয়। অনাদী বিশ্বাস নামের স্থানীয় এক ব্যক্তির ঘের থেকে বালু তোলা হচ্ছে। বালু তোলায় আপত্তি করলে বিভিন্ন হুমকি-ধমকি দেওয়া হচ্ছে।’

ওই গ্রামের আরেক বাসিন্দা আইয়ুব আলী সরদার বলেন, ‘বালু তোলার সঙ্গে জড়িতরা স্থানীয়ভাবে খুবই প্রভাবশালী। তাই যেখানে-সেখানে বালু তোলার বিষয়ে নিষেধাজ্ঞা থাকলেও এসব প্রভাবশালী ব্যক্তি রাজনৈতিক প্রভাব খাটিয়ে নির্দিষ্ট বালুমহাল থেকে বালু না তুলে জনবসতির মধ্যভাগ থেকে বালু তুলছেন।’

রুস্তম আলী নামের আরেক বাসিন্দা বলেন, ‘ভাড়াটে জনবলসহ বোরিং মেশিন ও বালু তোলার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি খাগড়াঘাট এলাকা থেকে আনা হয়েছে। উত্তোলন করা বালু দিয়ে বর্তমানে ৩৫নং ভামিয়া-পোড়াকাটলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর ভরাটের কাজ চলছে। সিন্ডিকেটটি এরই মধ্যে একই অংশের ভূগর্ভস্থ বালু তুলে পার্শ্ববর্তী দুই কিলোমিটার সড়ক নির্মাণকাজে সরবরাহের চুক্তি করেছে। বুড়িগোয়ালিনী ইউনিয়নের দুর্গাবাটি গ্রামের ভূপতি মণ্ডলের বাড়ি থেকে চেয়ারম্যান নজরুল ইসলামের বাড়ি পর্যন্ত বিস্তৃত সড়কে ওই বালু ব্যবহার করা হবে।’

বালু তোলার অনুমতি আছে কি না মোবাইল ফোনে জানতে চাইলে যুবদল নেতা আবিয়ার রহমান গাজী বলেন, ‘বালু তোলার ব্যাপারে এসিল্যান্ড (উপজেলা সহকারী কমিশনার- ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের নির্দেশ আছে।’ নির্দেশের কাগজ দেখতে চাইলে ‘বালু তোলা বন্ধ করার ক্ষমতা কারও নেই’ বলে তিনি কলটি কেটে দেন।

বালু উত্তোলনে যুবদল নেতা আবিয়ার রহমানের সম্পৃক্ততা অস্বীকার করে তার মামা উপজেলা জামায়াতে ইসলামীর নেতা ও বুড়িগোয়ালীনি ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বলেন, ‘৩৫নং ভামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বহুতল ভবন নির্মাণের জন্য বিদ্যালয় কর্তৃপক্ষ এই বালু উত্তোলন করছে। আবিয়ার ও আমি বালু তোলার সঙ্গে জড়িত নই।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রানী খাতুন বলেন, বালুমহালের বাইরে ঝুঁকিপূর্ণ কোনো জায়গা থেকে বালু তোলার অনুমতি কাউকে দেওয়া হয়নি। এ ধরনের ঘটনা ঘটলে আইনি ব্যবস্থা নেওয়া হবে

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ