অন্যান্য

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

  প্রতিনিধি 15 March 2025 , 1:37:12 প্রিন্ট সংস্করণ

মোঃ দেলোয়ার হোসেন

 

শনিবার ১৫ মার্চ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ পদ্মশাখরা, ঘোনা, কাকডাঙ্গা, মাদরা, হিজলদী বিওপি এবং বাকাল চেকপোষ্ট সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২০০ পিস অনাগ্রা ট্যাবলেটসহ প্রায় তিন লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

 

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১০ আরবি হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শ্মশান নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় অন্যাগ্রা ট্যাবলেট আটক করে । পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ২/২ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন দাসপাড়া নামক স্থান হতে ৩২,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। বাকাল চেকপোষ্টর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন জামতলা সিএনজি স্ট্যান্ড নামক স্থান হতে ১১,৫৩০ টাকা মূল্যের ভারতীয় দুধ ও প্রসাধনী সামগ্রী আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৭ হতে আনুমানিক ৩ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন নাপিত ঘাটা পাকা রাস্তা নামক স্থান হতে ৭০,০০০ টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩এস এর ৫- ৭ আরবি হতে আনুমানিক ৩০০-৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালি ও ভাদিয়ালী নামক স্থান হতে ১,২৬,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও বোরকা আটক করে। এছাড়াও, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৫ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কালারোয়া থানাধীন হিজলদী আমবাগান নামক স্থান হতে ৩০,০০০ টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

 

 

সর্বমোট ২,৯৯,৫৩০/ (দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশত ত্রিশ ) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

 

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

 

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ