প্রতিনিধি 6 January 2025 , 7:20:59 প্রিন্ট সংস্করণ
মো: দেলোয়ার হোসেন ক্রাইম রিপোর্টারঃ
সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের সভাপতি ও শীর্ষ জুয়াড়ু সাইফুল করিম সাবুকে হত্যা মামলায় গ্রেপ্তার করেছে সাতক্ষীরা থানা পুলিশ।
৫ই জানুয়ারী রবিবার সন্ধায় সাইফুল করিম সাবুর সাতক্ষীরা শহরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি শামিনুল হক বলেন, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বরে ১৪৩/৪৪৭/৪৪৮/৩৬৪/৩০২/২০১/৩৪ পেনাল কোড এর ধারায় দায়েরকৃত মামলায় সাইফুল করিম সাবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপার আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।