অন্যান্য

সাতক্ষীরা সদরের জি এন সঃ প্রাঃ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল ও পুরস্কার বিতরণ

  প্রতিনিধি 31 December 2024 , 1:21:35 প্রিন্ট সংস্করণ

 

মো: দেলোয়ার হোসেন. সাতক্ষীরাঃ

 

সাতক্ষীরা সদরে জি এন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টায় স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও প্রধান শিক্ষিকা দিলরুবা আফরোজের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষকা নাসিমা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডহক ম্যানেজিং কমিটির সদস্য জাহিদ হাসান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত শিক্ষিকা রায়হানারা বেগম। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের সহকারী শিক্ষিকা নার্গিস আক্তার, মেহের নিগার বদরুন্নেসা, শরিফা শামসুন্নাহার, নাজমা সুলতানা প্রমুখ। শিক্ষার্থী, অভিভাবক, স্কুল পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানে প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ১৯৬ ছাত্র এবং ১৭৬ ছাত্রী সহ ২৭২ জন শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। আলোচনা শেষে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি হয় এবং স্কুলের সার্বিক উন্নয়নে অভিভাবকদের সমর্থনের আহ্বান জানানো হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ