অন্যান্য

সাতক্ষীরা সিমান্ত থেকে বিজিবির হাতে ভারতীয় মাদকদ্রব্যসহ প্রায় ২৭ লাখ টাকার মালামাল জব্দ 

  প্রতিনিধি 15 January 2025 , 4:52:35 প্রিন্ট সংস্করণ

 

 

 

মোঃ দেলোয়ার হোসেন সাতক্ষীরা:

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ২৪ বোতল ভারতীয় মদ, ৯৮ বোতল ফেনসিডিল এবং ২০০০ পিস ইয়াবাসহ প্রায় ২৭ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরার পদ্মশাখরা, ভোমরা, গাজীপুর, কাকডাঙ্গা, বৈকারী, তলুইগাছা, মাদরা, হিজলদী এবং চান্দুরিয়া সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

 

সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মো. আশরাফুল হক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করে বলেন, ভোমরা বিওপির সদস্যরা সদর উপজেলার লক্ষীদড়ি হতে ভারতীয় মদ ১০ বোতল এবং ৪১ বোতল ভারতীয় ফেনসিডিল আটক করে। তলুইগাছা বিওপির সদস্যরা বেলতলা হতে ইয়াবা ১০০০ পিস, কাকডাঙ্গা বিওপির সদস্যরা পৃথক দুইটি অভিযানে কলারোয়ার কেড়াগাছি এবং দখলের মোড় হতে ৭ বোতল মদ এবং ৫০ বোতল ফেনসিডিল আটক করে। হিজলদী বিওপির সদস্যরা কলারোয়ার বড়ালী হতে ভারতীয় মদ ৪ বোতল এবং ১০০০ পিস ইয়াবা আটক করে।

 

এছাড়াও, চান্দুড়িয়ার কাদপুর হতে ১০ বোতল ভারতীয় মদ, পদ্মশাখরা বিওপির সদস্যরা সদরের থ দাসাপাড়া হতে ১ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ ও গাজীপুর বিওপির সদস্যরা বেড়িবাধ নামক স্থান হতে ১ লাখ ৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। বৈকারী বিওপির সদস্যরা বলদঘাটা হতে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানে কলারোয়ার রাজ্জাকের মোড়, দখলের মোড়, গেড়াখালী মাঠ নামক স্থান হতে ৪ লাখ ৮৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ এবং শাড়ি আটক করে। মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ হতে ৩০ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।

 

এছাড়া কলারোয়ার হিজলদী সীমান্ত থেকে ৯ লাখ ৯৪ হাজার টাকা মূল্যের ভারতীয় রুপার গহনা আটক করা হয়। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ