মোঃ দেলোয়ার হোসেন
আজ রবিবার (২৪ নভেম্বর) সাড়ে বারটার দিকে সাতক্ষীরার ভাদিয়ালী সীমান্ত থেকে সদরের বাঁশদাহ সাতানী এলাকার মৃত হাবিবুর রহমান এর ছেলে তজিবুর রহমান (৪৩) নামে এক ব্যাক্তিকে আধা কেজি স্বর্ণসহ আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৪১ গ্রাম যার আনুমানিক মূল্য ৬৬ লক্ষ টাকা।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আশরাফুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান তলুইগাছা বিওপি’র টহলদল সাতক্ষীরা শহর খুলনা রোড এলাকা দিয়ে স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে গমন করবে। উক্ত সংবাদ প্রাপ্তির পর অত্র ব্যাটালিয়নের তলুইগাছা বিওপি কমান্ডার নাঃ সুবেঃ মোঃ রফিকুল ইসলাম এর নেতৃত্বে একটি চৌকষ আভিযানিকদল বর্ণিত স্থানে কৌশলে অবস্থান গ্রহণ করে। এ সময় আভিযানিকদল উক্ত স্থানে সাতক্ষীরা শহর হতে ভাদিয়ালী সীমান্তে যাওয়ার সময় মোটরসাইকেল থামিয়ে তল্লাশী করে দুটি স্বর্ণের বারসহ ওই ব্যক্তিকে আটক করাহয়। এসময় তার কাছথেকে ১টি মোটরসাইকেল, নগদ ৭২,৫০০/- টাকা এবং ২টি মোবাইলসহ আটক করাহয়।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করতঃ স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা এবং আসামীকে থানায় সোপর্দের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।