অন্যান্য

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার

  প্রতিনিধি 28 August 2025 , 3:42:23 প্রিন্ট সংস্করণ

সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও প্রাইভেট কারসহ দুইজন গ্রেপ্তার
আদমদীঘি সান্তাহার পৌরসভা এলাকায় ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি প্রাইভেট কারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ফাঁড়ি পুলিশ । গত মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১ টায় সান্তাহার পলাশ আবাসিক হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার হোসেনপুর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রুহুল আমিন (৩৭) ও উত্তরপ্রামের মোতালেব হোসেনের ছেলে আব্দুল মজিদ ( ২৭)। সান্তাহার ফাঁড়ির উপ পরিদর্শক আব্দুল মান্নান জানান, গত মঙ্গলবার রাতে থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালানোর সময় গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার পৌরসভাস্থ পলাশ আবাসিক হোটেলের সামনে রাস্তার উপড় টয়োটা র‌্যাভ-৪ হাইবার্ড ঢাকা শ/৪৬৯ নম্বর একটি প্রাইভেট কার আটক করা হয়। এরপর কারের ভিতর তল্লাশি করে নেশার ২০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ ও তাদের ব্যবহৃত প্রাইভেট কারসহ উল্লেখিত দুইজনকে গ্রেপ্তার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ