প্রতিনিধি 30 July 2025 , 7:18:04 প্রিন্ট সংস্করণ
মোঃ সফিকুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামের কচাকাটা থানার বল্লভেরখাষ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ডাক্তারপাড়া গ্রামের বাসিন্দা সাপ ধরতে গিয়ে সাপের কামড়ে এক সাপুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ জুলাই) সকাল ৭টার দিকে পাশের কাপালীপাড়ায় সাপ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম বয়েজ উদ্দিন (৪৫)। তিনি পেশায় একজন সাপুরিয়া ছিলেন এবং দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় সাপ ধরার কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো আজ সকালেও বয়েজ উদ্দিন একটি বিষধর সাপ ধরতে গেলে আচমকা সাপটি তাকে ছোবল দেয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন।
বয়েজ উদ্দিনের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাকে একজন দক্ষ সাপুরিয়া হিসেবে জানতেন। এমন আকস্মিক মৃত্যুতে পরিবারসহ এলাকাবাসীর মধ্যে শোকের মাতম চলছে।