মোঃ হাসান হাওলাদার (পাথরঘাটা প্রতিনিধি).
বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার, নাচনা-পাড়া ইউনিয়ন বাসঁতলা নিবাসী শ্রী শ্রী লালচাঁন (৭৫) কামড়ে সাপের কামড়ে নিরর্মম মৃত্যু। তার পার্শবর্তী জুয়েল মাষ্টারের বাড়িতে দির্ঘদিন যাবত সাপের প্রভাব দেখা দিলে, এক পর্যায়ে জুয়েল মাষ্টার লালাচাঁন গাড়লি কে বিষয় টি জানায়। পরবর্তী দিন মঙ্গলবার সকাল ৮ টায় জুয়েল মাষ্টারের বাড়ি সাপ ধরার উদ্দেশ্য যান। তিনি তার তন্ত্র-মন্তের বিদ্যা দ্বারা সাপ হাজির করতে সক্ষম হন। কিন্তুু যখনই তিনি সাপটি কে ধরতে যান সাথে সাথে সাপটি লালচাঁন গাড়লি কে ছোবল দেয়। নিকটবর্তী- স্থানীয় লোকজন তাকে মঠবাড়িয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক তাকে বরিশাল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। বরিশাল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্রী শ্রী লালচাঁন গাড়লির মৃত্যু হয়। পরবর্তীতে তাকে (নাচনাপাড়া মানিকখালি মাধ্যমিক বিদ্যালয়) মাঠ প্রঙ্গনে তার লাশ রাখা হয়।
লালচাঁন গাড়লির, বড় ছেলে শ্রী শ্রী রতন গাড়লি বলেন, আমার বাবা দীর্ঘ ৬০ বছর সাধনা ও গাড়লি পেষায় নিযুক্ত ছিলেন। আজ সাকালে সাপ ধরার সময় মন্ত্র পড়তে সামান্য ভুল হওয়ায় ঘটনাটি ঘটে।