অন্যান্য

সাবেক উপজেলা চেয়ারম্যান চাঁদাবাজি ও বিস্ফোরক মামলায় কারাগারে

  প্রতিনিধি 28 November 2024 , 6:07:11 প্রিন্ট সংস্করণ

 

মোঃ দেলোয়ার হোসেন:

 

 

সাতক্ষীরায় বুধবার (২৭ নভেম্বর) বিকেলে শীর্ষ চোরাকারবারি ও আ.লীগ নেতা আল ফেরদৌস আলফাকে দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গেরেপ্তার করে কারাগারে পাঠানো হয়।

 

দেবহাটা থানার ওসি হযরত আলী জানান, যৌথবাহিনীর সদস্যরা আলফাকে তার কোমরপুর গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করে। ২৭ নভেম্বর বুধবার বিকেলে দেবহাটা থানার একটি চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।

 

স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত চোরাকারবারি আল ফেরদৌস আলফা দেবহাটা উপজেলার উত্তর কোমরপুর গ্রামের আবুল কাশেম সরদারের ছেলে। তিনি দেবহাটা উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান।

সাতক্ষীরার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের দেবহাটা জিআরও অফিস সূত্র জানা যায়, বুধবার (২৭ নভেম্বর) বিকেলে সাতক্ষীরার আমলি আদালত ৭ আলফাকে হাজির করে দেবহাটা থানা-পুলিশ। পুলিশ তাকে জিজ্ঞাসা করার জন্য সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড আবেদন নামঞ্জুর করে আলফাকে কারাগারে পাঠনোর নির্দেশ দেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

গাজীপুর কালীগঞ্জে বিশেষ অভিযানে পৌর প্যানেল মেয়রসহ আ’লীগের ১০ নেতাকর্মী আটক

ড়িগ্রামে ছাত্র-জনতার উপর হামলার মামলায় যুবলীগ নেতা গ্রেফতা

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

ভেকুর আঘাতে আহত পরিবার পেলেন আর্থিক সহায়তা

পদবঞ্চিত হয়ে বনানী থানা মহিলা দলের সাবেক সভাপতি বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করতে মরিয়া 

রমজানে অটোরিকশা ভাড়ায় ছাড় দিয়ে অনন্য নজির সাইদুলের