অন্যান্য

সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রার বিরুদ্ধে দুদকের শত কোটি টাকার মামলা

  প্রতিনিধি 25 December 2024 , 7:12:44 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রী তন্দ্রা ভট্টাচার্য্যের বিরুদ্ধে ১০৭ কোটি ৮৭ লাখ ৬৮ হাজার ৬৬২ টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক।

দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক আল আমিন ও সহকারী পরিচালক খোরশেদ আলম আজ মঙ্গলবার সন্ধ্যায় দুদক যশোরের কার্যালয়ে এ মামলা দুটি দায়ের করেন।

সহকারী পরিচালক আল আমিনের দায়ের করা মামলায় উল্লেখ করা হয়েছে, স্বপন ভট্টাচার্য্য ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত যশোর-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এছাড়া তিনি একাদশ সংসদে স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এ সময়কালে তিনি অবৈধ লেনদেন ও ঘুষ দুর্নীতির মাধ্যমে ৮৪ কোটি ৪৫ লাখ ১০ হাজার ৭৯ টাকার অবৈধ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করেছেন। যা ১৯টি ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালনা করেছেন। অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধ করায় তার বিরুদ্ধে দুদক এ মামলা দায়ের করেছে।

এদিকে সহকারী পরিচালক খোরশেদ আলমের মামলায় উল্লেখ করা হয়েছে, তন্দ্রা ভট্টাচার্য্য তার স্বামী সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যের সাথে যোগসাজসে ২৩ কোটি ৪২ লাখ ৫৮ হাজার ৫৮৩ টাকার অবৈধ স্থাবর অস্থাবর সম্পদ অর্জন করেছেন। তিনি ১০টি ব্যাংক হিসেবে এসব লেনদেন পরিচালনা করেন। এ কারণে তার বিরুদ্ধেও অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অপরাধে মামলা দায়ের করা হয়েছে।

দুদক যশোরের উপ-পরিচালক মো. আল আমিন জানান, দুদক কেন্দ্রীয় কার্যালয় থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য ও তার স্ত্রীর বিরুদ্ধে তদন্ত হয়। প্রাথমিক তদন্তে অবৈধ সম্পদ অর্জনের তথ্য পাওয়ায় আজ তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে

Author

আরও খবর

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

দুর্গাপুরে পাচারের সময় সরকারি চাউল আটক

মাতৃভূমি অথবা মৃত্যু” শত বছরে বহুবার এই বদ্বীপেও বিপ্লবী তরুনদের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করেছে রাজ দরবার।

ময়মনসিংহ থেকে আটক হল নেত্রকোনা ছাত্রলীগের সভাপতি শাওন

মোংলা-রামপালের অসহায় বীর মুক্তিযোদ্ধাদের আর্থিক সহায়তা ও সম্মাননা প্রদান

মান্দায় পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম

                   

জনপ্রিয় সংবাদ