অন্যান্য

সাভারের ৮ হত্যা মামলার আসামি ‘মামা জাকির’ গ্রেফতার”

  প্রতিনিধি 20 October 2024 , 5:45:04 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী

স্টাফ রিপোর্টার 

ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে একাধিক ছাত্র-জনতা হত্যা মামলার আসামি জাকির হোসেন ওরফে মামা জাকিরকে (৪৫) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
রোববার (২০ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোর্শেদ।এর আগে গতকাল শনিবার (১৯ অক্টোবর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।গ্রেফতার জাকির হোসেন সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের কথিত ভাগনে এবং ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। রাজিবের সমস্ত ব্যবসা ও সম্পদ দেখভালের দায়িত্ব ছিল এই জাকিরের কাছে। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাবার পরপরই আত্মগোপনে চলে যান জাকির। এরপর তার বিরুদ্ধে অন্তত ৮টি হত্যা মামলা দায়ের হলে তাকে গ্রেফতারে অভিযানে নামে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।এসআই মোহাম্মদ তানভীর মোর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেফতার করে আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। আজ তাকে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ