অন্যান্য

“সাভারে চুরি যাওয়া অটোরিক্সা উদ্ধার. আটক ১”

  প্রতিনিধি 25 October 2024 , 12:59:53 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ

সাভার মডেল থানা পুলিশের অভিযানে একটি চুরি যাওয়া অটোরিক্সা (মিশুক) উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১ জন পেশাদার চোরকে আটক করা হয়েছে।

সাভার মডেল থানা পুলিশ আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) অভিযান পরিচালনা করে ভোরে আসামী আল ইসলাম (২২), পিতা-মোঃ আব্দুল কাদের, সাং-পাঁচ বনগ্রাম, থানা-সাভার, জেলা-ঢাকাকে সাভার থানাধীন উত্তর রাজাসন এলাকা হতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় একটি মামলা নং-৪৭(১০)২০২৪, ধারা-৪৫৭/৩৮০ রয়েছে।

এ ঘটনায় জড়িত পরবর্তীতে আসামীকে নিয়ে অভিযান পরিচালনা করে আশুলিয়া থানাধীন শ্রীপুর বাসস্ট্যান্ডস্থ ফুটওভার ব্রিজ সংলগ্ন রতন কুমার রায়ের হার্ডওয়্যার অ্যান্ড গ্যারেজের ভিতর হতে বাদী মোঃ সেলিম হাওলাদার এর চুরি যাওয়া অটোরিক্সা (মিশুক) গাড়িটি উদ্ধার করা হয়।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ