অন্যান্য

সাভারে ছাত্র হত্যাসহ ৫ মামলার আসামি আলমগীর গ্রেফতার

  প্রতিনিধি 27 October 2024 , 6:59:47 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী

স্টাফ রিপোর্টার সাভার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি আলমগীর হোসেনকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।

শনিবার (২৬ অক্টাবর ) সকাল সাড়ে ১০ টার দিকে সাভারের আমিন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলমগীর হোসেন সাভারের আমিন বাজার ইউনিয়নের মৃধার টেক এলাকার মৃত নবী হোসেনের ছেলে। এছাড়া তিনি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা যায়।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সাভারের আমিন বাজার এলাকায় অভিযান চালিয়ে আলমগীরকে গ্রেফতার করা হয়েছে। আলমগীরের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একাধিক হত্যা মামলা ও সরকারি কর্মকর্তাকে মারধরসহ ৫ টি মামলা রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

তাকে গত সেপ্টেম্বর মাসে বাদী আকলিমার দায়েরকৃত ৮ নং হত্যা মামলায় আটক দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ