অন্যান্য

সাভারে দু’টি ফার্নেস ওয়েল কারখানার দেড় লক্ষ টাকা জরিমানা”

  প্রতিনিধি 21 October 2024 , 6:25:20 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী

স্টাফ রিপোর্টার 

সাভারে পরিবেশ দূষণ করে অবৈধভাবে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করার অভিযোগে দু’টি কারখানায় অভিযান পরিচালনা করে দেড় লক্ষ টাকা জরিমানা করেছেন সাভার উপজেলা ভ্রাম্যমান আদালত।
রবিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের হিন্দু ভাকুর্তা এলাকায় ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করে। ভ্রাম্যমাণ আদালতে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সাভার সদর সার্কেল এস এম রাসেল ইসলাম নূর। অভিযানে পরিবেশ ছাড়পত্র ব্যতীত ক্ষতিকর রিসাইক্লিং টায়ার কারখানা পরিচালনা করার দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে মীমহা রিসাইক্লিং কারখানায় নগদ ১ লক্ষ টাকা এবং এস এস রিসাইক্লিং কারখানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম রাসেল ইসলাম নূর বলেন, ওই এলাকায় নামবিহীন এসব কারখানার মালিকরা পরিবেশ দূষণ করে অবৈধভাবে দীর্ঘদিন ধরে গাড়ির পরিত্যক্ত টায়ার পুড়িয়ে ফার্নেস অয়েল তৈরি করে আসছিল। যার ফলে ওই এলাকায় পরিবেশের মারাত্মক ক্ষতির পাশাপাশি এলাকায় কোনো ফসলি জমিতে ফসল হচ্ছে না।
এছাড়া এলাকাবাসী নানা রোগে আক্রান্ত হচ্ছেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রোববার সকালে তিনি ওই এলাকার ২টি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করে। এদিকে এলাকাবাসী এসব অবৈধ কারখানা চিরতরে বন্ধ করে দেওয়ার জন্য আহ্বান জানান প্রশাসনের কাছে।

Author

আরও খবর

নাফ নদীতে বিজিবির অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ, নূর মোস্তফা আটক।

এস আলম গ্রুপকে অর্থপাচারে সহায়তাকারী ইমিগ্রেশনে আটক

গুরুদাসপুর বাজার মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান।

মনিরামপুরে আইবিডাবলুএফ এর ইফতার ও দোয়া মাহফিল

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় এক শিশু নি*হ*ত,আহত-১ মো: ইয়াছিন আলম সাতক্ষীরার শ্যামনগরে সড়ক দূর্ঘটনায় আব্দুল্লাহ তমিজি (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃ*ত্যু হয়েছে। (১৫ই ডিসেম্বর) রবিবার সকাল ১১টার দিকে উপজেলা খানপুর আনছার আলীর ভাটার সামনে কালিগঞ্জ টু শ্যামনগর মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। ওই শিশুর পিতা ওলিউল্লাহ তমিজি জানান, বড় ভাই হাবিবুল্লাহ তমিজির সাথে বাইসাইকেল যোগে বাড়িতে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মাইক্রো বাস তাদের চাপা দেয়। এসময় বড় ভাই বেঁচে গেলেও ছোট ভাই আব্দুল্লাহ তমিজি (১৩) ঘটনাস্থলে গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে দুই ভাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডাক্তার সাকির হোসেন আব্দুল্লাহ তমিজিকে মৃ*ত্যু ঘোষণা করেন। তবে, হাবিবুল্লাহ তমিজি অবস্থা আশঙ্খাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে (সামেক) প্রেরণ করা হয়েছে

বরিশালে আসন্ন শারদীয় দূর্গাপূজ উপলক্ষে আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্ত সভা অনুষ্ঠিত।

                   

জনপ্রিয় সংবাদ