অন্যান্য

সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি 19 October 2024 , 4:24:36 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় সাভারে এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর শুক্রবার উনাইল মাদ্রাসা মাঠে ধামসোনা ইউনিয়নের ২নং ওয়ার্ড বিএনপি আয়োজিত এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। সভাপতিত্ব করেন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হালিম মাষ্টার। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও শুভেচ্ছা বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ তমিজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া পরিচালিত হয়। মোনাজাতে উপস্থিত সকলেই শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেন। এসময় বৃষ্টি উপেক্ষা করে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশগ্রহণ করেন। পরে অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদের স্মরণে বৃক্ষরোপণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু তাঁর বক্তব্যে শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, “এই শহীদরা আমাদের দেশের ছাত্রসমাজের অধিকার আদায়ের জন্য নিজেদের জীবন বিসর্জন দিয়েছেন। তাঁদের এই ত্যাগ কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। বৈষম্যের বিরুদ্ধে তাদের সংগ্রাম আমাদের প্রেরণা হয়ে থাকবে।” অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ