অন্যান্য

সাভারে মাদ্রাসাশিক্ষার্থী হত্যাচেষ্টায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা

  প্রতিনিধি 9 October 2024 , 3:13:04 প্রিন্ট সংস্করণ

সাজ্জাদ হোসেন সাগর 

স্টাফ রিপোর্টার। 

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে তাহমিদ হাসান রিফাত (২০) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবসহ ২৪০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

বুধবার সকালে আশুলিয়ার গাজীরচট মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার আলিম বিভাগের পরীক্ষার্থী তাহমিদ হাসান রিফাত বাদী হয়ে সাভার মডেল থানায় এ মামলাটি দায়ের করেন। রিফাত সিরাজগঞ্জের শাহজাদপুর থানার চিনাধুকুরিয়া গ্রামের বাসিন্দা।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিঞা। আসামিদের বিরুদ্ধে পরস্পরের যোগসাজশে অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে দাঙ্গা-হাঙ্গামা, মারপিট ও গুলিবর্ষণ করে গুরুতর জখমসহ হত্যা প্রচেষ্টা ও হুকুম দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবে রক্তক্ষয়ী অধ্যায়ের মাধ্যমে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের মধ্য দিয়ে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। ওই দিন ছাত্র-জনতা বিজয় মিছিল নিয়ে থানার দিকে অগ্রসর হলে সাভার সরকারি কলেজের সামনে বুকে, বাম হাত ও পায়ে গুলিবিদ্ধ হন তাহমিদ হাসান রিফাত।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ