অন্যান্য

সাভার আশুলিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণ, একজনকে গ্রেপ্তার

  প্রতিনিধি 4 November 2024 , 5:02:19 প্রিন্ট সংস্করণ

রাজ রোস্তম আলী স্টাফ রিপোর্টার সাভার ঢাকাঃ

আশুলিয়ায় সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৪ নভেম্বর) সকালে গ্রেপ্তার আসামিকে প্রিজন ভ্যানে করে ঢাকার আদালতে পাঠানো হয়েছে। এর আগে, রোববার রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আশুলিয়া থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন।

গ্রেপ্তার আমির হোসেন চাঁদপুর জেলার সদর থানার বহরিয়া গ্রামের মৃত আব্দুল মতিন শেখের ছেলে। সে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ পাকার মাথা এলাকার আমিনুল ইসলাম এর বাড়ির ভাড়াটিয়া।

পুলিশ জানায়, গত ২৯ অক্টোবর রাতে আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকায় হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে সাত বছরের ওই শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে আমির হোসেন। ঘটনাটি জানার পর ভুক্তভোগী শিশুটির পরিবার আশুলিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ রবিবার রাতে তাকে গ্রেপ্তার করে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আল মামুন বলেন, সাত বছরের শিশুকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে। আমির হোসেনকে সকালে ভুক্তভোগীর পরিবারের দায়ের করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ