অন্যান্য

সারাদেশের ন্যায় পঞ্চগড়েও যথারীতিতে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস 

  প্রতিনিধি 15 December 2024 , 5:54:11 প্রিন্ট সংস্করণ

 

শাহিনুর রহমান,পঞ্চগড় প্রতিনিধি

 

মহান মুক্তিযুদ্ধে পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালি জাতিকে মেধাশূন্য করার ঘৃণ্য চক্রান্ত করেছিল। তারা তাদের এ–দেশীয় দোসরদের নিয়ে শিক্ষক, বিজ্ঞানী, চিন্তক, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, ক্রীড়াবিদ, সরকারি কর্মকর্তাসহ দেশের বহু কৃতী সন্তানকে হত্যা করে। বিশেষ করে ১৪ ডিসেম্বর তারা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের পর, দেশের বিভিন্ন স্থানে বুদ্ধিজীবীদের চোখ-হাত বাঁধা ক্ষতবিক্ষত মৃতদেহ পাওয়া যায়। এর মধ্য দিয়ে জাতিকে মেধাশূন্য করার ষড়যন্ত্র প্রকাশিত হয়ে পড়ে। স্বাধীনতার পর থেকে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এবারও সারাদেশের ন্যায় পঞ্চগড় যথারীতিতে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস।

 

নানা আয়োজনের মধ্য দিয়ে পঞ্চগড় পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সকালে পঞ্চগড় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলক ও শহরের জেলা পরিষদের সামনে বধ্যভুমিতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।

 

শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, জেলা প্রশাসক মো: সাবেত আলী,পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিসহ মুক্তিযোদ্ধারা।

শ্রদ্ধাঞ্জলী অর্পণ শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয।

জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন

কেন্দ্রীয় বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ, জেলা বিএনপির আহবায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, যুগ্ম আবহায়ক মো.তৌহিদুল ইসলাম, জামায়াতে ইসলামী বাংলাদেশ পঞ্চগড় জেলা আমির মাওলানা মো: ইকবাল হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেনসহ মুক্তিযোদ্ধারা।

 

এসময় শিক্ষক,শিক্ষার্থী, জেলা প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ