অন্যান্য

সারাবিশ্বে HMPV ( এইচ এম পিভি)নামক নতুন ভাইরাসে আতঙ্ক।

  প্রতিনিধি 8 January 2025 , 7:52:10 প্রিন্ট সংস্করণ

 

রিটন কুমার নাথ
বিশেষ প্রতিনিধি বান্দরবান

বর্তমান সময়ে সারা বিশ্বে নতুন আতঙ্ক এইচএমপিভি।
এই ভাইরাসটির পূর্ণরূপ – Human Metapneumo virus।
এই ভাইরাসে প্রথম আক্রান্ত দেশ – চীন, জাপান (২য়), মালয়েশিয়ার ( ৩য়), ভারত (৪র্থ)।
HMPV একটি শ্বাসযন্ত্রের ভাইরাস, যা ওপরের এবং নিচের শ্বাসযন্ত্রের সংক্রমণ ঘটায়।এটি সব বয়সের ব্যক্তিদের প্রভাবিত করে। তবে শিশু, বয়স্ক এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের জন্য ভাইরাসটি সবচেয়ে ঝুঁকিপূর্ণ।
এই ভাইরাসটি প্রায় দুই দশক ধরে পরিচিত হওয়া সত্ত্বেও এইচএমপিভির জন্য কোনো ভ্যাকসিন নেই।
এইচএমপিভির উপসর্গগুলো ফ্লু এবং অন্যান্য শ্বাসযন্ত্রের সংক্রমণের মতোই। সাধারণ উপসর্গের মধ্যে রয়েছে
কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া এবং শ্বাসকষ্ট।
গুরুতর ক্ষেত্রে, ভাইরাস ব্রঙ্কাইটিস বা নিউমোনিয়ার মতো জটিলতা সৃষ্টি করতে পারে।এইচএমপিভির ইনকিউবেশন পিরিয়ড বা উন্মেষপর্ব সাধারণত তিন থেকে ছয় দিনের মধ্যে হয়।তবে সংক্রমণের তীব্রতার ওপর নির্ভর করে লক্ষণগুলো বিভিন্ন সময়কালের জন্য স্থায়ী হয়।
এইচএমপিভি অন্যান্য শ্বাসযন্ত্রের ভাইরাসের মতোই ছড়ায়। যেমন,
কাশি এবং হাঁচি থেকে নিঃসরণ
হাত মেলানো বা স্পর্শ করা।সংক্রমিত স্থান স্পর্শ করা এবং তারপর মুখ, নাক বা চোখ হাত দিয়ে স্পর্শ করা।তবে
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এইচএমপিভি ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই।
হিউম্যান মেটানিউমোভাইরাস এবারই প্রথম নয়।এর আগে ২০০১ সালে চিহ্নিত হয়েছিল এই ভাইরাসটি
তবে গত ৫০ বছর ধরে এই ভাইরাসের অস্তিত্ব মানব সভ্যতাতে রয়েছে।
ভাইরাসটির বিস্তার রোধ করতে স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন। সাধারণ মানুষকে হাত ধোয়ার এবং মাস্ক ও অন্যান্য সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে।
১/স্যানিটাইজ়ার ব্যবহার করা,
২/বাইরে থেকে ফিরে হাত ও মুখমন্ডল সাবান দিয়ে ধৌত করা,
৩/বাইরে বের হলে মাস্ক পরতে পারলে ভাল হয় এবং
৪/সর্দি-কাশিতে আক্রান্ত রোগী থেকে দূরে থাকা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ