নাজমুল হোসেন সানা
পাইকগাছায় ১৩০ টি মুন্দিরের শেষ হলো শারদীয় দুর্গোৎসব।
পাইকগাছায় ১৩০ টি মুন্দিরের সিঁদুর খেলার মধ্যে দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব। দীর্ঘ ১০ দশক ধরে শারদীয় দুর্গোৎসব পালিত হচ্ছে জগত বিখ্যাত বিজ্ঞানী স্যার, পি, সি রায়ের জন্মভূমি রাড়ুলী গ্ৰামে। গত বছরের ন্যায় এই বছর ও আনন্দের সাথে শেষ হচ্ছে দূর্গা পূজা। কঠোর নিরাপত্তায় মধ্যে দিয়ে হলেও সবাই আনন্দে মধ্যে ছিলো বলে জানিয়েছেন এলাকা বাসি।
এলাকা বাসি বলছে। দেশের পরিস্থিতিতে আগেও যেমন আনন্দ ছিলো এখনো সেই রকম আনন্দের মধ্যে দিয়ে আমরা ছিলাম এবং এই ভাবে প্রতি বছর দূর্গা পূজা উদযাপন করতে চাই। যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের ভালো ছিলো এবং এই থাকবে আশা করি।
আরও বলেন, দেশের এই পরিস্থিতিতে এই বছর দূর্গা পূজার সার্বিক নিরাপত্তা দিয়ে গেছেন আনসার, পুলিশ এবং সেনাবাহিনী। তারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করে তারা তাদের দায়িত্ব পালন করেছে।