
এস চাঙমা সত্যজিৎ
পার্বত্য চট্টগ্রাম বা চিটাগাং হিল ট্রেক্টস (সিএইচটি) নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা কমিটি গঠন করা হয়েছে।
আজ ১১মার্চ ২০২৫ মঙ্গলবার খাগড়াছড়ি সদরের জিরো মাইলস্থ হর্টিকালচার পার্কে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ আলোচনা সভায় নতুন কমিটি গঠন করা হয়। এ আলোচনা সভায় গোয়াইছড়ি মৌজার হেডম্যান চৌধুরী’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও বিশিষ্ট সাহিত্যিক শেফালিকা ত্রিপুরা।
পার্বত্য চট্টগ্রাম বা চিটাগাং হিল ট্রেক্টস (সিএইচটি) নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের নতুন গঠিত কমিটিতে সভাপতি পদে নারী হেডম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরাকে সভাপতি, ইখিন চৌধুরীকে সাধারণ সম্পাদক ও পূবালী ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৬ সদস্যের সিএইচটি নারী হেডম্যান-কার্বারী নেটওয়ার্কের খাগড়াছড়ি জেলা শাখার ৩বছর (২০২৫-২০২৭) মেয়াদী কার্যকরী কমিটির গঠন করা হয়। এছাড়াও সহসভাপতি হ্লামাপ্রু চৌধুরী, সহসভাপতি সমরিকা চাকমা, যুগ্ম সাধারণ সম্পাদক অঞ্জলী ত্রিপুরা, কোষাধ্যক্ষ সুমনা ত্রিপুরাকে আগামী ত্রিবার্ষিক (৩বছরের জন্য) কার্যকরী কমিটি গঠন করা হয়।
এ সময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য জয়া ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, খাগড়াছড়ি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ইনস্টিউটের পরিচালক ঞ্যোহ্লা মং, হেডম্যান এসোসিয়েশনের সাধারণ সম্পাদক স্বদেশ প্রীতি চাকমা, বিশিষ্ট সমাজ সেবক ধীমান খীসা, আলো’র নির্বাহী পরিচালক অরুন কান্তি চাকমাসহ বিভিন্ন মৌজার নারী হেডম্যান ও কার্বারীরা উপস্থিত ছিলেন।
এস চাঙমা সত্যজিৎ
বিশেষ সংবাদদাতা দৈনিক চেতনায় বাংলাদেশ।