প্রতিনিধি 23 November 2024 , 6:17:32 প্রিন্ট সংস্করণ
আনোয়ার হোসেন
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বেসরকারী উন্নয়ন সংস্থা সেন্টার ফর ম্যাস এডুকেশন ইন সায়েন্স (সিএমইএস’র) উদ্যোগে জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপি উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের সিএমইএস নয়াদিয়াড়ী ইউনিট কার্যালয় চত্বরে এ মেলা অনুষ্ঠিত হয়। নারী ও মেয়েদের ক্ষমতায়ন প্রকল্প আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিট অর্গানাইজার আতিয়ার রহমান । এতে সূচনা বক্তব্য দেন ওই ইউনিটের ফ্যাসিলিটেটর বিলকিস পালভিন। প্রধান অতিথির বক্তব্য দেন কবি মোফাজ্জল বিশ্বাস। অন্য অতিথিদের মধ্যে বক্তব্য দেন সিএমইএস ঢাকা অফিসের প্রতিনিধি জহুরুল হক, জাকিয়া আক্তার,মফিজুল হক,নয়াদিয়াড়ী ইউনিটের প্রোজেট ইনচার্জ সাবিনা ইয়াসমিন, নয়াদিয়াড়ী ইয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাদিকুল ইসলাম ও রেজাউল করিম, প্রশিক্ষনার্থী মুসলেমা খাতুন,রুনা খাতুন, নুসরাত খাতুনসহ অন্যরা।
বক্তারা,নারীর দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা এবং পেশাগত পরামর্শসহ তাদের স্বাবলম্বী হিসেবে গড়ে তোলা এবং অর্থনৈতিক উন্নতি সাধন করা বিষয়ে আলোকপাত করেন। এছাড়া আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক পরিবেশন করা হয়।
প্রসঙ্গত: নয়াদিয়াড়ী ইউনিটে বর্তমানে অ্যাওয়ারনেস সেশন, কম্পিউটার, ড্রেস মেকিং এন্ড টেইলারিং, ভার্মি কম্পোস্ট তৈরিতে প্রশিক্ষণে কাজ করছে।