অন্যান্য

সিন্ডিকেট ভাঙতে যশোরের মনিরামপুরে ক্রয়মূল্যে কাঁচাবাজার

  প্রতিনিধি 30 October 2024 , 5:51:36 প্রিন্ট সংস্করণ

জেমস আব্দুর রহিম রানা:

যশোরের মনিরামপুরে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশন এর উদ্যোগে ক্রয়মূল্যে সবজি বিক্রি হচ্ছে। সরাসরি পাইকারি বাজার থেকে কাঁচা সবজি সংগ্রহ করে মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবক টিমের তত্ত্ববাধানে বিকাল ৩টা রাত ৮টা পর্যন্ত চলছে ক্রয়মূল্যে সবজি বিক্রি চলছে।

বাজারে শাকসবজিসহ নিত্যপণ্যের যে ঊর্ধ্বগতি তা কমিয়ে আনতে পাইকারি ব্যবসায়ী (চাষী) থেকে কেনা দামে সাধারণ মানুষের কাছে সবজি বিক্রি করে জনগণের পাশে দাঁড়াতে পেরে আনন্দিত ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা। বাজারে দ্রব্যমূল্য নির্ধারণের যে সিন্ডিকেট আছে, তা ভাঙতে এই কার্যক্রম চলমান থাকবে। এ কার্যক্রম তাদের সেবামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রম হিসেবে সিন্ডিকেট না ভাঙ্গা পর্যন্ত চলমান থাকবে বলে জানান মুফতী মুহাম্মদ ওয়াক্কাস রহঃ ফাউন্ডেশন এর চেয়ারম্যান ও মাদানী নগর মাদরাসা মুহতামিম মাওলানা রশীদ বিন ওয়াক্কাস।

ক্রয়মূল্যে সবজি বিক্রি কার্যক্রম টিমের সমন্বয়ক মাওলানা আবু বকর সিদ্দিক বলেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে ভোক্তা অধিকার সংরক্ষণ সহ বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পরিচালনা করলে আশা করা যায় দ্রুত সময়ে দাম নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।
আজকের মূল্য তালিকায় রয়েছে দেশি পেঁয়াজ ১২৫ টাকা, আমদানি করা পেঁয়াজ ১১০ টাকা, রসুন ২১০ টাকা, ডিম প্রতি পিস ১২ টাকা, কাঁচা মরিচ ৯০ টাকা, বেগুন ৬৫ টাকা , পটল ৪৪ টাকা, পেপে ২৫ টাকা, কাঁচকলা ৪০ টাকা, কুচুর মুখি ৫৫ টাকা, লাউ ৪০/ ৫৫ টাকা, কাকরোল ৪৪ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, বেগুন ৬৫ টাকা ইত্যাদি।
ক্রয়মূল্যে বাজার করতে পেরে খুশি প্রকাশ করেছেন মোহনপুরের শুকুমার, মনোহরপুরের আতিয়ার, খাকুন্দী গ্রামের গৃহবধূ রাশিদা সুলতানা, কাশিমনগরের মেহেদী হাসান, গোবিন্দপুরের খলিলুর রহমান প্রমুখ।
স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করতেছেন মাষ্টার শিহাব হোসেন, হাফেজ রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, হাফেজ ইব্রাহীম প্রমূখ।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ