আন্তর্জাতিক

সিরিয়ার বাফার জোন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের আহ্বান কাতারের

  প্রতিনিধি 17 January 2025 , 6:36:41 প্রিন্ট সংস্করণ

সংঘ-প্রতিষ্ঠিত সিরিয়ার বাফার জোন থেকে ইসরাইলকে অবিলম্বে তাদের সেনা প্রত্যাহার করার দাবি জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান বিন জসিম আল থানি। বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) তিনি এ আহ্বান জানান। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর ইসরাইলি সেনারা ওই অঞ্চলে প্রবেশ করে। খবর আল জাজিরার।বৃহস্পতিবার ( ১৬ জানুয়ারি) দামেস্কে সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার সাথে এক সংবাদ সম্মেলনে শেখ মোহাম্মদ ইসরাইলের এই দখলদারিত্বের সমালোচনা করেন।

শেখ মোহাম্মদ বলেন, ‘ইসরাইলি দখলদারদের বাফার জোন দখল একটি দায়িত্ব জ্ঞানহীন কাজ। এটি অবিলম্বে প্রত্যাহার করা উচিত।’গোলান মালভূমির পাশে অবস্থিত এবং সিরিয়া ও ইসরাইলকে আলাদা করা বাফার জোনে গত মাসে ইসরাইল সামরিক ইউনিট মোতায়েন করে। বিদ্রোহী নেতা আল-শারার হায়াত তাহরির আল-শাম (এইচটিএস) গ্রুপের নেতৃত্বে আসাদকে পতনের পর ইসরাইলি সেনাদের মোতায়েন করা হয় সেখানে।

১৯৭৪ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতির অংশ হিসেবে এই অঞ্চলটিকে আনুষ্ঠানিকভাবে একটি সামরিক নিরস্ত্রীকরণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়।

ইসরাইলের সেনারা ওই এলাকায় ঢুকে পড়ার পর সিরিয়া জুড়ে শত শত বিমান হামলা চালায় তেল আবিব। এ বিষয়ে তারা বলেছে যে ‘চরমপন্থীদের’ হাতে অস্ত্র পৌঁছানো বন্ধ করতে এই অভিযান চালিয়েছে তারা।

এদিকে সংবাদ সম্মেলনে আল-শারা বলেছেন তার দেশ জাতিসংঘের বাহিনীকে বাফার জোনে স্বাগত জানাতে প্রস্তুত।

শারা বলেন, ‘ইরানি মিলিশিয়া ও হিজবুল্লাহর উপস্থিতি এই অঞ্চলে ইসরাইলের অনুপ্রবেশের কারণ ছিল। কিন্তু দামেস্ক মুক্ত হওয়ার পর তাদের আর কোনও উপস্থিতি নেই। ইসরাইল অজুহাত দিয়ে বাফার জোনে ঢুকে পড়ছে।তিনি আরও বলেন, কাতার এই বিষয়ে পশ্চিমা ও ইউরোপীয় দেশ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে চাপ প্রয়োগে সক্রিয় ভূমিকা রাখবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ

আরও খবর: আন্তর্জাতিক

মিটফোর্ড হত্যাকাণ্ড: মুসলিম সোহাগকে ‘হিন্দু’ বানালো ইন্ডিয়া টুডে, উদ্দেশ্য কি বিভেদ সৃষ্টি?

ভয়ংকর সময়ের শেষ পৃষ্ঠায় দাঁড়িয়ে আমরা ইমাম মাহদি আসছেন, ইতিহাস লিখতে !

গাযওয়াতুল হিন্দ কি খুব কাছেই? ইরান-ইসরায়েল সংঘাতের আবহে চরম উত্তেজনা, জেগে উঠছে পুরনো ভবিষ্যদ্বাণী

মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়ছে: ইরান-ইসরায়েল সংঘাত ঘিরে আজকের শীর্ষ ১০ বিস্ফোরক খবর ‎ ‎➡ সাবধান পৃথিবী, যুদ্ধ শুধু সীমান্তে নয় বিস্তার ঘটছে বিশ্ব কূটনীতির প্রতিটি কোণে!

ইসরায়েলে ক্ষেপণাস্ত্রের আরেকটি ঝাঁক ছুড়েছে ইরান

ইরানের পাল্টা আঘাতে ভেঙে পড়ছে ‘অভেদ্য’ আয়রন ডোম, ইসরাইলের আকাশ প্রতিরক্ষা এখন চ্যালেঞ্জের মুখে