অন্যান্য

সিরিয়ার সেনাবাহিনী বিদেশি যোদ্ধাদের যোগ দেয়ায় পশ্চিমা বিশ্বের সতর্কবার্তা

  প্রতিনিধি 11 January 2025 , 5:51:25 প্রিন্ট সংস্করণ

সিরিয়ার উচ্চপদস্থ সামরিক পদে বিদেশি যোদ্ধাদের নিয়োগ দেয়ার ঘটনায় নতুন সরকারকে সতর্ক করেছে পশ্চিমা বিশ্ব। তারা জানিয়েছে সিরিয়ার নতুন প্রশাসনের নেয়া এই পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য উদ্বেগজনক। একই সঙ্গে পশ্চিমা রাষ্ট্রের সাথে সম্পর্ক স্থাপনের চেষ্টা করায় এটি তাদের ভাবমূর্তির জন্য খারাপ। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।এতে বলা হয়, সিরিয়ার নতুন ইসলামপন্থি শাসকদের সতর্ক করেছে মার্কিন, ফরাসি এবং জার্মান রাষ্ট্রদূতরা।একজন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সিরিয়ার নতুন নেতাদের এই পদক্ষেপ পুনর্বিবেচনা করতে পশ্চিমা প্রচেষ্টার অংশ হিসেবে সতর্কবার্তা জানিয়েছে যুক্তরাষ্ট্র।বুধবার দামেস্কের কাছে অবস্থিত প্রেসিডেন্ট প্রাসাদে মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল রুবিনস্টাইন এবং সিরিয়ার ডি ফ্যাক্টো নেতা আহমেদ আল-শারার মধ্যে এক বৈঠকে এই সতর্কবার্তা দেয় ওয়াশিংটন।

ড্যানিয়েল বলেন, ‘বিদেশি যোদ্ধাদের সামরিক পদে নিয়োগ দেয়ার বিষয়টি তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে।’

এদিকে আলোচনার সাথে অবগত একজন কর্মকর্তা জানিয়েছেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট এবং আনালেনা বেয়ারবক ৩ জানুয়ারি শারার সাথে একটি বৈঠক করেন। সেখানেও বিদেশি যোদ্ধাদের নিয়োগের বিষয়টি নিয়ে কথা হয় তাদের।এর আগে গত বছরের শেষের দিকে রয়টার্স জানিয়েছিল যে, সিরিয়ার সশস্ত্র বাহিনীতে প্রায় ৫০ জনকে নিয়োগ দিয়েছে নতুন সরকার। যার মধ্যে কমপক্ষে ছয়জন বিদেশি যোদ্ধা ছিলেন। তারা চীনা ও উইঘুর সম্প্রদায়ের নাগরিকসহ একজন তুরস্ক, মিশর ও একজন জর্ডানের নাগরিক রয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ