প্রতিনিধি 28 April 2025 , 5:07:20 প্রিন্ট সংস্করণ
এস, এম হামিম সরকার নিরব,চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
সি পি ক্যাডেট মাদ্রাসায় আজ এক উৎসবমুখর পরিবেশে মোঃ জাহিদুল ইসলাম রাজা (সবার প্রিয় ‘রাজা স্যার’) একাডেমিক প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে বরণ করা হয়েছে। অনুষ্ঠানে মাদ্রাসার সকল শিক্ষক-শিক্ষার্থীসহ পরিচালক ও নির্বাহী পরিচালক উপস্থিত ছিলেন। শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অতিথিরা ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক দিয়ে রাজা স্যারের আগমনকে আন্তরিকভাবে স্বাগত জানান।
অনুষ্ঠানটি ছিল আবেগঘন ও মর্যাদাপূর্ণ। শিক্ষক-শিক্ষার্থীরা সাজিয়ে ও ফুল দিয়ে সজ্জিত করে এবং রাজা স্যারকে ফুলেল তোড়া ও শুভেচ্ছা জানান। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মো: খোরশেদ আলম রাজা স্যারের সততা ও পরিশ্রমের প্রশংসা করেন এবং বলেন, “তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও উন্নতির শীর্ষে পৌঁছাবে।” পরবর্তীতে নির্বাহী পরিচালক মো: খাদেমুল ইসলাম বলেন, “মোঃ জাহিদুল ইসলাম রাজা স্যার একাডেমিক প্রধান হিসেবে যোগদান করে আমাদের সবাইকে গর্বিত করেছেন। তার দায়িত্ববোধপূর্ণ নেতৃত্ব সি পি ক্যাডেট মাদ্রাসার শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উৎকর্ষের নতুন দিগন্ত স্পর্শ করবে।”
শেষ পর্যায়ে শিক্ষক ও পরিচালনা পর্ষদ মিলিতভাবে রাজা স্যারের হাতে ফুলেল গার্ল্যান্ড, ফুলেল তোড়া এবং সম্মাননা স্মারক তুলে দেন। উৎসবমুখর পরিবেশে অতিথিরা রাজা স্যারকে বরণ করেন। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মনে স্মরণীয় হয়ে থাকবে।
রাজা স্যারের বক্তব্য অনুষ্ঠানটির আলো হয়ে ওঠে। তিনি শিক্ষার্থীদের নৈতিক ও একাডেমিক উৎকর্ষ অর্জনের জন্য দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। স্যার বলেন, “মাদ্রাসার প্রতিটি শিক্ষার্থীকে জ্ঞানে সমৃদ্ধ ও নৈতিক গুণাবলীতে সমৃদ্ধ করতে আমি সর্বদা চেষ্টা করব। শিক্ষার আলো ছড়িয়ে আমাদের প্রতিষ্ঠানকে উন্নত করে তুলতেই আমার প্রধান লক্ষ্য।” তার এই অঙ্গীকারে শিক্ষক-শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সবশেষে সকলেই রাজা স্যারকে অভিনন্দন জানিয়ে অনুষ্ঠান শেষ হয়। একাডেমিক প্রধান হিসেবে মোঃ জাহিদুল ইসলাম রাজার অভিষেক অনুষ্ঠান সি পি ক্যাডেট মাদ্রাসার শিক্ষাব্যবস্থার জন্য এক নতুন মাইলফলক হয়ে থাকবে বলে উপস্থিতরা আশা প্রকাশ করেন। সি পি ক্যাডেট মাদ্রাসা আরো অনেক দূরে এগিয়ে যাবে।