প্রতিনিধি 4 September 2025 , 2:48:25 প্রিন্ট সংস্করণ
চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত একটির গাড়ির ধাক্কায় মমতাজ বেগম (২৮) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় তার স্বামী সাইফুল হক (৩০) ও চার বছরের কন্যা হুমায়রা সায়মা গুরুতর আহত হয়েছে।
গত বুধবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফকিরহাট কালুশাহনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম পঞ্চগড় জেলার অটোয়ারী থানার বলরামপুর ইউনিয়নের আরাজী চামেশ্বরী গ্রামের মো. আব্দুল আজিজের মেয়ে।
বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মোমেন জানান, মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টার দিকে মারা যান মমতাজ বেগম। আহত স্বামী ও কন্যা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর গাড়িটি পালিয়ে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।