অন্যান্য

সীমান্তে অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

  প্রতিনিধি 27 November 2024 , 7:49:58 প্রিন্ট সংস্করণ

 

মোঃ হারুনুর রশিদ শাকিল,

 

কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা সীমান্তে মোঃ সাইফুল ইসলাম (২১) নামের এক বাংলাদেশিকে যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

 

মঙ্গলবার দুপুরে উপজেলার ছাটকড়াইবাড়ী সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ১০৫৫ এর সাব পিলার নম্বর ৩ এসের কাছ থেকে তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে আসা হয়।

 

আটক মোঃ সাইফুল ইসলাম উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী এলাকার ওমর ফারুকের ছেলে।

 

বিজিবির জামালপুর ৩৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাসানুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশে করেন মোঃ সাইফুল ইসলাম (২১)। এ সময় তাকে আটক করেন দাঁতভাঙ্গা বিওপির টহলরত বিজিবি সদস্যরা। পরে আটক ওই যুবককে রৌমারী থানায় সোর্পদ করা হয়।

 

মঙ্গলবার রাতে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ লুৎফর রহমান বলেন, আটক যুবককের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মামলার প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ