অন্যান্য

সীমান্তে আটক সেই যুগ্ম সচিব কিবরিয়া হত্যা মামলার আসামি

  প্রতিনিধি 15 October 2024 , 1:50:54 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী

ব্রা‏হ্মণবাড়িয়া

আখাউড়া বাউতলার সীমান্ত দিয়ে অবৈধভাবে পাসপোর্ট ছাড়া ভারতে পালানোর সময় বিজিবির হাতে আটককৃত ওএসডি থাকা যুগ্ম সচিব কিবরিয়া মজুমদারকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠিয়েছে থানা পুলিশ।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহিরুল হক কবির জানান, আটক যুগ্ম সচিবের বিরুদ্ধে পল্টন থানায় হত্যা ও অগ্নিসংযোগসহ বিভিন্ন অভিযোগের মামলা রয়েছে। সেই মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। তাকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য এর আগে গত শনিবার (১২ই অক্টোবর) বিকেলে উপজেলার পুটিয়া এলাকা থেকে তাকে আটক করে বিজিবি ৬০ ব্যাটালিয়নের সদস্যরা। পরে ঐ দিনই সন্ধ্যায় তাকে কসবা থানায় সোপর্দ করা হলে তার বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে ১৯৭৩ সনের পাসপোর্ট আইনে মামলা করা হয়। এছাড়া ঢাকার পল্টন থানায়ও তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

জিজ্ঞাসাবাদে জানা যায়, আটককৃত কিবরিয়া মজুমদার জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর অধীনে যুগ্ম সচিব হিসেবে কর্মরত ছিলেন। তিনি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কোমরকরা গ্রামের মৃত মফিজ উদ্দিন আহাম্মদ মজুমদারের ছেলে।

বৈষম্যবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে সংশ্লিষ্টতার পরিপ্রেক্ষিতে ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশের উদ্দেশ্যেই সীমান্ত এলাকায় আসেন তিনি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ