অন্যান্য

সীমান্তে বিজিবি’র অভিযানে দেড় লাখ পিস পটকাসহ বিপুল পরিমাণ পণ্য জব্দ

  প্রতিনিধি 24 May 2025 , 7:10:58 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া)

কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে দেড় লাখ পিস পটকা, ভারতীয় মেহেদী, এনার্জি ড্রিংকস, গাঁজা এবং বাংলাদেশি মশার কয়েলসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পরিচালিত এই অভিযানে পাচার কাজে ব্যবহৃত একটি ট্রলিও আটক করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে অবস্থিত ৬০ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চোরাচালান প্রতিরোধে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে এই বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দ করা পণ্য ও ট্রলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৩ লাখ টাকা। পণ্যগুলো কুমিল্লা ও আখাউড়া কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজিবি সূত্রে আরও জানা গেছে, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান আরও জোরদার করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ