অন্যান্য

সীমান্তে বিজিবির অভিযানে ৭ টি ভারতীয় গরু আটক

  প্রতিনিধি 24 February 2025 , 12:31:00 প্রিন্ট সংস্করণ

 

তোফাজ্জল ইসলাম —– সুনামগঞ্জ জেলা প্রতিনিধি 

 

(২৮ বিজিবি) এর অধীনস্থ দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়ন এর বাঁশতলা ও পেকপাড়া বিওপি টিম অভিযান পরিচালনা করে ৭ টি ভারতীয় গরু আটক করেছে।

জানা যায়,সোমবার ( ২৪ ফেব্রুয়ারি) তারিখ রাতে সীমান্ত পিলার-১২২৯/৭-এস এবং ১২৩০/১০-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝুমগাঁও ও মোকামছড়া হতে মালিকবিহীন ৭টি ভারতীয় গরু আটক করে বিজিবি টিম।

 

আটককৃত গরুর গুলোর আনুমানিক মূল্য ৬ লক্ষ ১০ হাজার টাকা।

 

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত গরুগুলি শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

Author

আরও খবর

রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে জাকারি আল ফয়সাল, ব্যুরো প্রধান রাজশাহী রাজশাহী নিউমার্কেটের সামনে ফ্লাইওভার নির্মাণের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানিয় এলাকাবাসীরা। মহানগরীর বিন্দুর মোড় হতে অলকার মোড় পর্যন্ত অংশে অপ্রয়োজনীয় অপরিকল্পিত নির্মাণাধীন ফ্লাইওভার নির্মাণ কাজ অবিলম্বে বন্ধ করা দাবিতে মানববন্ধন ও প্রতীকী ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১ টায় নগরীর নিউমার্কেটের সামনে এলাকাবাসী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন ও প্রতিকী ধর্মঘট অনুষ্ঠিত হয়। বক্তারা ফ্লাইওভার নির্মাণের সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে ফ্লাইওভার নির্মাণ কাজ বন্ধের আহ্বান জানান এবং রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খাইরুজ্জামান লিটন সহ তার পরিবারের অন্যান্য সদস্যদের ফ্লাইওভার নির্মাণে প্রচুর অর্থ আত্মসাতের অভিযোগ করেন। উপস্থিত জনগণ বলেন,আমাদের এ ফ্লাইওভার প্রয়োজন নেই। ফ্লাইওভার নির্মাণের পক্ষে এমন জনগণ জরিপ করলে একটিও বের হবে না। এই ফ্লাইওভার নির্মাণের ফলে রাস্তায় যানজটের দেখা দিচ্ছে। সেখানে উপস্থিত ছিলেন রাজশাহী জজ কোর্টের এডভোকেট মোর্তজা শাকিল, মোবাইল ফোন ব্যবসায়ী সমিতির সভাপতি আতিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ সাখাওয়াত হোসেন শুভ, স্থানীয় ব্যবসায়ী নাজমুল হোসেন রাজু, মহম্মদ ওহাব আলী সহ এলাকার সাধারণ জনগণ ও ব্যবসায়ী বৃন্দ।

সাগরপথে মালয়েশিয়া পাচারকালে ৬৬ জন রোহিঙ্গা নারী পুরুষ ও শিশু উদ্ধার: ৫ দালাল আটক

ইমন-সাকিব-হৃদয়দের নিয়ে বাংলাদেশের দল ঘোষণা স্পোর্টস ডেস্ক

সাতক্ষীরায় খাদ্য বান্ধব কর্মসূচির ১৬ জন ডিলার পদের বিপরীতে ৭৮টি আবেদন।

নকলায় ৫ বছরের শিশু ধ’র্ষ’ণ প্রতিবেশী দাদা গ্রেফতার

মোদির কোলে বসে বাংলাদেশকে শাসন করতে চেয়েছিল হাসিনা: বিএনপির সাংগাঠনিক সম্পাদক শাহিন শওকত

                   

জনপ্রিয় সংবাদ