অন্যান্য

সীমান্তে হত্যার স্বীকার ফেলানীর পরিবারের দায়িত্ব নিলেন উপদেষ্টা আসিফ

  প্রতিনিধি 8 January 2025 , 3:57:38 প্রিন্ট সংস্করণ

 

আনোয়ার সাঈদ তিতু

 

কুড়িগ্রামের আলোচিত ফেলানী হত্যাকাণ্ডের ১৪ বছর পেরিয়ে গেলেও বিচার না পাওয়ায় হতাশা তার পরিবারের। তবুও আশা ছাড়েনি ন্যায় বিচারের। ন্যায় বিচার পেতে ১৪ বছর পর অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সঙ্গে দেখা করতে ঢাকায় গিয়েছিল পরিবারটি। এ সময় ফেলানীর ভাইদের চাকরি দেওয়া ও তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।

 

মঙ্গলবার রাতে তার বাসভবনে দেখা করেন ফেলানীর বাবা নুর ইসলাম, মা জাহানারা বেগম ও ছোট ভাই জাহান উদ্দিন।

 

বিষয়টি নিশ্চিত করে জাহান উদ্দিন বলেন, ‘গতকাল রাতে আমরা আসিফ ভাইয়ের সঙ্গে দেখা করেছি। তিনি আমাদের তিন ভাইয়ের পড়াশোনা শেষে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন। আমরা অনেকটা চিন্তামুক্ত। তিনি আমার বোনের হত্যার সঠিক বিচারের আশ্বাসও দিয়েছেন।’

 

বাবা নুর ইসলাম বলেন, ‘মেয়ে হত্যার সঠিক বিচার করবে সরকার। তিনি আমার পরিবারের দায়িত্ব নেওয়ায় আমি খুশি।’

 

উল্লেখ্য, ২০১১ সালের ৭ জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তের কাঁটাতারে ঝুলে ছিল ১৪ বছরের কিশোরী ফেলানীর লাশ। সেই ছবি তখন দেশ ছাপিয়ে দেশের বাইরের গণমাধ্যমে প্রচার হলে তা নিয়ে আলোচনার ঝড় ওঠে। তবে এ ঘটনায় আজও কোনো বিচার হয়নি।

 

ফেলানী খাতুন ৫ ভাই-বোনের মধ্যে সবার বড় ছিল। ছোট ভাই জাহান উদ্দিন বর্তমানে অনার্স দ্বিতীয় বর্ষে পড়ছেন। আরেক ভাই আরমান হোসেন একাদশ শ্রেণি ও আরেক ছোট ভাই আককাস আলী এসএসসি পরীক্ষার্থী। বড় বোন মালেকার বিবাহ সম্পন্ন হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ